শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

ফের হিংসার আগুনে তপ্ত আঠারোমাইল কাঁচাবাজার

 

(((মোঃ জাহাঙ্গীর আলম মুকুল)))খুলনার ডুমুরিয়ায় হিংসার আগুনে ফের তপ্ত হয়ে উঠেছে ডুমুরিয়ার সর্ববৃহৎ আঠারোমাইল কাঁচাবাজার। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে সড়ক জনপদের জায়গায় গড়ে ওঠা বাজারটির উপর আবারো অভিযান চালিয়েছে প্রশাসন।

তবে এবার সড়ক জনপদের জায়গায় কাটাতারের ভেড়া দিয়ে ঘেরা বেড়া দেওয়া হয়েছে। এতে বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় বাসিন্দারা অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযানে নেতৃত্বদেন ডুমুরিয়া সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুর রহমান।

গত রবিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পারিচালিত হয়।

জানা যায়, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে আঠারোমাইলে প্রায় ২৫ বছর  আগে গড়ে উঠা কাঁচা বাজার নিয়ে সম্প্রতি ব্যবসায়ীদের মধ্যে দুটি গ্রুপ সৃষ্টি হয়েছে।

মূলত তাদের দ্বিধাদন্ধে হিংসার আগুনে তপ্ত হয়ে উঠেছে ঐতিহ্যবাহি আঠারোমাইলের কাঁচাবাজারটি। বাজারটি ২০০০ সালে গড়ে উঠে। দুই যুগ পর বাজারটি অপসারণ করতে ইতিপূর্বে কয়েকবার অভিযানও চালিয়েছে উপজেলা প্রশাসন।  

রবিবারের অভিযানে স্কেভেটর দিয়ে সড়ক জনপদের সমতল জায়গা খুঁড়ে খানাখন্দ সৃষ্টি করে ও কাঁটাতারের ঘেরাবেড়া দেয় উপজেলা প্রশাসন যাতে এ জায়গায় বাজার পরিচালনা না করতে পারে।

ব্যবসায়ীদের দুই গ্রুপের দন্ধের জেরে পরিচালিত অভিযানে দৃষ্টিকটু প্রতিফলিত হয়েছে। সড়কের পাশ দিয়ে কাটাতারের বেড়া দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচলের পথও আটকে পড়েছে।

এ বিষয়ে সড়ক ও জনপদ অধিদপ্তর খুলনার নির্বাহী প্রকৌশলী তানিমুল হক জানান, আঠারোমাইল বাজারে অভিযানে সড়ক বিভাগের কোন সম্পৃক্ততা ছিলোনা। এটা বাজারে উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে। সেখানে কাটাতারের বেড়া দেয়ার কোন নির্দেশনা আমাদের নেই। সড়ক বিভাগের দাবি কাটা তারের বেড়া তারা দেয়নি,তাহলে সিমেন্টের তৈরি খুটি ও কাঁটাতারের বেড়ার অর্থ যোগান দিলো কে এটাই সচেতন মহলের জিজ্ঞাসা।

Post a Comment

0 Comments