শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় নববর্ষকে স্বাগত জানিয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব গ্রুপের আনন্দ শোভাযাত্রা


মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি "খুলনার পাইকগাছায় বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বর্ষবরণ উৎসবে উপজেলা বিএনপির (সদস্য সচিব এসএম এমদাদুল হক এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বণার্ঢ্য শোভাযাত্রা,বাংলার ঐতিহ্যবাহী নববর্ষ জাঁকজমকপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে পালিত হয়েছে। 


সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে পাইকগাছা  জিরোপয়েন্ট থেকে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচীব এসএম ইমদাদুল হকের   নেতৃত্বে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কিছু শিল্প নিয়ে বিশাল শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।শোভাযাত্রায় গ্রাম বাংলার অতীত ঐতিহ্য গরুলাঙ্গল,জোয়াল, ক্ষেপলা জাল, খারাই, পালকি,কলস,কুলা, ধানের শীষ, শহীদ জিয়া,খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিফেস্টুন নেতা-কর্মীদের হাতে শোভা পায়। বিশাল শোভাযাত্রা শেষে পাইকগাছা  বাজারে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে পথসভায় বক্তব্য রাখেন,তোহিদুজ্জামান মুকুল,শেখ ইমাদুল ইসলাম,সজ্জাদ আহম্মেদ মানিক,শেখ বেনজীর আহম্মেদ লাল,সরদার ফারুখ আহমেদ,আবু তালেব,এ্যাড,একরামুল হক, যুবদলের ইমরান সরদার,স্বেচ্ছাসেবক দলের যজ্ঞেশ্বর সানা কার্তিক ও  ছাত্রদলের সাদ্দাম হোসেন মোল্লা ইউনুচসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments