শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় পথের দাবীতে আপন ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা

পাইকগাছা খুলনা প্রতিনিধি : - খুলনার পাইকগাছায় পথের দাবীতে ৫ ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন বড় ভাই অবসর প্রাপ্ত আর্মি অফিসার। 



জানাগেছে, উপজেলার গদাইপুর গ্রামের মৃত শেখ শাহাবুদ্দিন (নেদু শেখ) এর মৃত্যুর পর ওয়ারেশ থাকেন ৩ছেলে ও ৩ মেয়ে। বড় ভাই  শেখ মনির উদ্দীন চাকরিতে (সেনাবাহিনীতে) থাকাকালীন বাগান বাড়ির জমি বন্টনের সময় উপস্থিত  না-থাকার সুযোগে অন্য ভাই-বোনরা রাস্তার পাশে জমি নিয়ে তার অংশের জমি দেন বাগানের মধ্যে। বাড়ি ও জমিতে  যাওয়া-আসার কোন পথ না রাখায় বিপাকে পড়েছেন তিনি। ভাই-বোনদের কাছে পথের দাবী করে আসছেন তিন বছর ধরে।


শেখ মনির উদ্দীন বলেন, যাতায়তের পথ না থাকায় তিনি বৈষম্যের শিকার হয়েছেন। জোর করে কবর স্থানে কোন রকম একটা ঘর করে বসবাস করছেন মনিরের পরিবার। পাশে মসজিদের বাথরুমে মুসল্লীদের এক মাত্র সরু পথ দিয়ে মুনির ও তার পরিবার  যাতায়ত করছেন। বাড়িতে আসা-যাওয়ার পথ না থাকায় নিরুপায় হয়ে পাঁচ ভাই বোনদের নামে গত বৃহস্পতিবার আদালতে মামলা করেছি।


এব্যাপার তার ছোট ভাই সুমন জানান, ভাই পথ পাবে, দিতে হবে। শরীকের প্রায়  সবাই বাইরে থাকেন কুরবানির ঈদের পরে বসাবসি করে ফয়সালা করে দেয়ার ব্যবস্থা করা হবে ।


সাবেক ইউপি সদস্য জবেদ আলী জানান, তারা আমার প্রতিবেশী। আসলে জমি বন্টনের সময় মনির উদ্দীনের বাড়িতে আসা-যাওয়ার জন্য পথ রাখা উচিত ছিল। কবরস্থানের পাশে বসবাস ও মসজিদের বাথরুমের পাশ দিয়ে পরিবারের লোকজনের চলাচল করা আসলে বেমানান। 

Post a Comment

0 Comments