মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি "বিশ্ব শান্তি ও সর্বজীবের মঙ্গল কামনায় খুলনার পাইকগাছার মঠবাটী' শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে ২৪ প্রহরব্যাপী ১১২ তম কেন্দ্রীয় সর্বজনীন নামযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে।এ মহানামযজ্ঞে ৬টি দল পরিবেশনা করছে।এ উপলক্ষে শেষের দিন শনিবার দুপুরে পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক কমিটির নেতৃবৃন্দের কাছে নগদ অর্ঘ্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক,জেলা বিএনপির সাবেক সদস্য ও থানা ছাত্রদলের সাবেক আহবায়ক জিএম মিজানুর রহমান মিজান,সাংবাদিক বাবুল আক্তার,আব্দুল আজিজ ফসিয়ার রহমান, মানছুর রহমান জাহিদ,নামযজ্ঞ উদযাপন কমিটির আহ্বায়ক হরেকৃষ্ণ দাস,সন্তোষ সরকার-প্রজিৎ রায়,কল্লোল মল্লিক,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যয়েশ্বর কার্তিক,
বিএনপি নেতা কিশোর কুমার,যুবদলনেতা মোস্তাফিজুর রহমান লিপটন, ফয়সাল রাশেদ সনি,অধীর বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন কমিটির তিমির মল্লিক,অলোক ব্যানার্জি,মিলন রায় চৌধুরী,পার্থ সারথী সরদার,বাপ্পা ব্যানার্জী, সাবেক ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ,প্রমথেশ রায়,অমর মন্ডল,সুমিত বিশ্বাস,সিদ্ধার্থ মল্লিক,তমবিশ বাছাড় প্রভাত সরকারসহ অনেকে।
উক্ত নামযজ্ঞে দেশের বিভিন্ন প্রান্তের হাজারো ভক্তবৃন্দের সমাগম ঘটে ৩দিন ব্যাপি দেশ বরেণ্য কীর্ত্তনীয়া দলগুলো নামামৃত পরিবেশন করেন।
0 Comments