শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় পাল্টা মানববন্ধন ভন্ডুল : শিশুসহ মা আহত

পাইকগাছা খুলনা প্রতিনিধি : - খুলনার পাইকগাছায় জায়গা-জমি ও মামলা-মকদ্দমা নিয়ে আয়োজিত পাল্টা মানববন্ধন প্রতিপক্ষদের হামলায় ভন্ডুল হয়ে গেছে। এহামলায় ২বছরের  শিশুসহ মা আহত হয়েছে। 


বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার চাঁদখালী ইউনিয়নের হাসিমপুর কপোতাক্ষ বিদ্যালয়ের সামনের সড়কের উপর এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় দু-পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশাংকা করছে এলাকাবাসী।


জানা যায়,  হাসিমপুর মৌজায় ১২ শতক জমি দখল নিয়ে কাসেম সরদারদের সাথে রজব আলী সরদারদের ২ বছর ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে ধর্ষণ মামলাসহ উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে ১৫ টি মামলা-মকদ্দমায় জড়িয়ে পড়েছে। রজব আলী সরদাররা  জেল হাজতও খেটেছে। একারণে গত ১৮ ফেব্রুয়ারী রজব আলীরা কাসেম আলীদের বিরুদ্ধে মানববন্ধন করে।


এদিকে কাসেম সরদারের ছেলে খায়রুল ইসলাম আওয়ামিলীগের কমিটির দুটি কাগজ দেখিয়ে বলেন দেখেন রুস্তম আলী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি। আমি কৃষকদলের উপজেলা কমিটির সদস্য হওয়ায় তারা জোরপুর্বক আমাদের জায়গা জমি ভোগ দখল করে রেখেছে এতোদিন।  আমরা দখল বুঝে নেয়ায় তারা ক্ষিপ্ত হয় আমাদের নামে ৭ টি মামলা করে অহেতুক হয়রানী করছে। 


এসবের  প্রতিবাদে বুধবার কপোতাক্ষ বিদ্যালয়ের সামনে কাসেম সরদাররা মানববন্ধনের আয়োজন করেন। এসময় প্রতিপক্ষ রজব আলীরা নারী-পুরুষ ঝাড়ু ও লাঠি নিয়ে জড়ো হয়ে রাস্তায় অবস্থান নেয়। মানববন্ধন কারীরা ব্যানার নিয়ে রাস্তায় দাড়ানোর সময় তাদের উপর আক্রম করে। যাতে মানববন্ধনে যোগদিতে আসা তানিয়া (২৮) ও তার কোলের ২ বছরের শিশু রোকেয়া আহত হয়।  


এবিষয়ে প্রতিপক্ষ রজব আলী সরদার জানান তাদের কবলা কৃত জমি দখল দিচ্ছেনা কাসমরা। তাছাড়া আমাদের নামে মিথ্যা ধর্ষন মামলাসহ ৮ টি মামলা দিয়ে হয়রানী করছে। একারণে তাদের মানববন্ধন করতে দেয়া হয়নি। 

Post a Comment

0 Comments