বিশেষ প্রতিনিধি:-
খুলনার পাইকগাছা উপজেলার চাদখালী ইউঃ মৌখালী প্রাইমারী স্কুল মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা এবং আরাফাত রহমান কোকো সহ দীর্ঘ ১৬ বছর ফ্যাসিষ্ট হাসিনা পতন আন্দোলনের নিহত সকল শহীদের রুহের মাগফেরত কামনায়এলাকাবাসীর উদ্দেগে আলোচনা সভা ও দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে এই দোয়া মাহফিলের সভাপতি - হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনিরুল ইসলাম মনি মোল্যা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আব্দুল মজিদ এম বি বি এস। দোয়া পরিচালনা করেন, মোওলানা সাইফুল ইসলাম, বিশেষ অতিথি -তুষার কান্তি মন্ডল, আসাদ্দুজ্জামান খোকন,আসাদুজ্জামান ময়না,মেছের আলি সানা, নজরুল ইসলাম গাজী,প্রফেসর জাকারিয়া আলহাজ মোস্তফা, কামাল হোসেন, মুনছুর আলী গাজী,আহসান সানা,শেখ আমিন,আব্দুস সামাদ, হুরাইরা বাদশা,আব্দুল্লা আল মামুন,আবু সাঈদ মোল্ল্যা,মাহাফুজ মোল্ল্যা,অনিক মোল্ল্যা,কুদ্দুস গাজী,আব্দুল হান্নান, সাহেব আলী,আব্দুর রউফ,জেবারুল ইসলাম, কেরামত,মোঃ রাসেল, কামরুজ্জামান টুকু,
0 Comments