বিশেষ প্রতিনিধি :-
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপির) কাছে সকল ধর্মের মানুষ নিরাপদ। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রতির একমাত্র উদাহরণ সৃষ্টি করেছে বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া,তারেক রহমান সকলেই যেমন ধর্মপরায়ন তেমনি অন্য ধর্মের মানুষকে নিরাপত্তা দিতে তারা সর্বদা প্রফুল্লচিত্তে অগ্রগামী। এদেশে আজ-অব্দি যত সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট হয়েছে সবগুলোই হয়েছে আওয়ামী লীগের আমলে। আওয়ামী লীগ সব সময় সংখ্যালঘুদের পাশে থাকার কথা বলে তাদের রক্ত চুষে খেয়েছে। সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার ঐক্যবদ্ধ ভাবে বিএনপিকে ভোট দিয়ে তারেক রহমানের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিয়ে আবারও বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক সম্প্রতি দেশ হিসেবে বিশ্বে বুকে মাথা তুলে দাড়াতে সহযোগিতা করবেন। শনিবার হরিঢালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড (হাবিব নগর মাদ্রাসা প্রাঙ্গণে) যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও সাবেক নির্বাচিত সভাপতি ডাঃ আব্দুল মজিদ এসব কথা বলেন।
শেখ আবুল হোসেনের সভাপতিত্বে ও বিএম আকিজ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে সেলিম রেজা লাকী, তুষার কান্তি মন্ডল, মোঃ মোহর আলি, মোঃ নাজির হেসেন আবু ছালে মোঃ ইকবাল, তোফাজ্জল হোসেন, সন্তোষ সরকার, আবু মুছা, হুরাইয়া বাদশা, সুজায়েত গাজী,মেছের আলি সানা,সাবান আলি,নাজমুল হুদা মিন্টু,সরজিত ঘোষ দেবেন,মারুফুর হক প্রিন্স,মইনুল ইসলাম,আব্দুল হান্নান,বাপ্পি,আনিচ বিশ্বাস,আবুল হোসেন,লিটন মোড়ল,আঃ সামাদ গাজী,আঃ মজিদ,ফসিয়ার, শেখ রুহুল আমিন, মিজানুর রহমান, আলাউদ্দিন ঢালী,মুনছুর গাজী, কামাল হোসেন, ইউনুস মোড়ল,কুদ্দুস মোড়ল,মোঃ শুকুরপ সরদার,সুমন আহমেদ,জি,এম রাসেদুজ্জামান,হাবিবুর পাহাড়,ফরাদ হোসেন,রাজ,আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
0 Comments