নিজস্ব প্রতিবেদক :-
খুলনা জেলার পাইকগাছা উপজেলা ও পৌর জাতীয়তাবাদী দল (বিএনপির) সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষণা করা হয়েছে।
খুলনা জেলা বিএনপির আহবায়ক মো: মনিরুজ্জামান মন্টু ও সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম স্বাক্ষরিত প্রেস নিজেদের মাধ্যমে শুক্রবার রাতে এই কমিটি ঘোষণা করা হয়েছে।
উপজেলা কমিটিতে আহবায়ক হিসেবে ডাক্তার আব্দুল মজিদ (এমবিবিএস), সদস্য সচিব এস এম এমদাদুল হক, ১ নং যুগ্ন আহবায়ক তৌহিজ্জামান মুকুল,যুগ্ম আহবায়ক আবুল হোসেন, কাজী সাজ্জাদ হোসেন মানিক, সদস্য হিসেবে এস এম ইমাদুল ইসলাম, শেখ শাহাদাত হোসেন ডাবলু, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, বেনজির আহমেদ লাল, তুষার কান্তি মন্ডল, আবু তালেব, অ্যাডভোকেট একরামুল হক, সরদার ফারুক হোসেন স্থান পেয়েছেন।
অপরদিকে পৌরসভার আহ্বায়ক হিসাবে আসলাম পারভেজ, ১ নং যুগ্ন আহবায়ক সেলিম রেজা লাকি,যুগ্ম আহবায়ক কামাল আহমেদ সেলিম নেওয়াজ,মোস্তফা মোড়ল, মোহর আলী স্থান পেয়েছেন।
0 Comments