মোঃ ফসিয়ার রহমান"পাইকগাছা খুলনা প্রতিনিধি" পবিত্র মাহে রমজানের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সৎ,সততা,স্বচ্ছতা ও দক্ষতার সাথে নিরলসভাবে এ প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলা পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার,পৌর প্রশাসক,উপজেলা চেয়ারম্যানসহ অসংখ্য দপ্তর ও প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত মাহেরা নাজনীন।
তিনি পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা বার্তায় বলেন, মুসলমানদের দরবারে হাজির হয়েছেন পবিত্র রমজান। এ রমজান মাস তাকাওয়া অর্জন নৈতিক শিক্ষা গ্রহণ সকল ইবাদত বন্দেগীর মাধ্যমে ক্ষমার চাওয়ার উক্তম সময়।
যাতে জীবন ঘনিষ্ঠ এই উৎসবে আনন্দ ভাগাভাগি করে নিতে পারে সব শ্রেণী পেশার মানুষ। ধনী-গরিবের সব ব্যবধান ভুলে সবাই যেন ঈদের আনন্দে শরিক হতে পারে। ঈদ হোক সবার জীবনে আনন্দের উৎস। আসন্ন ঈদকে সামনে রেখে এটাই আমাদের প্রত্যাশা। পাইকগাছা উপজেলা বাসির অব্যাহত সুখ,শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনাই সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা "ঈদ মোবারক"পাশাপাশি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সকলের সহযোগিতা কামনা করছি।
0 Comments