শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

খুলনা নগর বিএনপির নতুন সভাপতি মনা, সম্পাদক তুহিন


রাবিদ মাহমুদ চঞ্চল:-

খুলনা মহানগর বিএনপি দ্বিবার্ষিক কাউন্সিলে অ্যাডভোকেট শফিকুল আলম মনা সভাপতি, শফিকুল আলম তুহিন সাধারণ সম্পাদক ও শেখ সাদী,মাসুদ পারভেজ বাবু হাসানুর রশিদ মিরাজ  সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে অ্যাডভোকেট শফিকুল আলম মনা ২৯৯ ভোট, তরিকুল ইসলাম জহির ১৯৯ ভোট, সাহাজি কামাল টিপু ৩ ভোট পেয়েছেন। 
সাধারণ সম্পাদক পদে শফিকুল আলম তুহিন ২৮৮ ভোট নাজমুল হুদা চৌধুরী সাগর ২০৩ ভোট এবং কাজী মাহমুদ আলী দুই ভোট পেয়েছেন। 

সাংগঠনিক সম্পাদক পদে শেখ সাদী ৩৭০ ভোট, মাসুদ পারভেজ বাবু ২৬০ ভোট ও হাসানুর রশিদ মিরাজ ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 
ভোট গণনা শেষে সোমবার (২৪ ফেব্রুয়ারী) রাত ৮ টায় খুলনা সার্কিট হাউস ময়দান মঞ্চে ফলাফল ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান। 
এদিকে নবনির্বাচিত বিএনপির সভাপতি শফিকুল আলম মনা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিনকে অভিনন্দন জানিয়েছেন তরিকুল ইসলাম জহির। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন- জয় পরাজয় বড় বিষয় না। গণতান্ত্রিক চর্চার সৌন্দর্য এই নির্বাচন। মহানগর বিএনপি'র সকল প্রকার সহযোগিতায় আমরা একসাথে পথ চলব ইনশাল্লাহ। আর এই নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদকের কাছে উদ্যোক্ত আহ্বান থাকবে আপনাদের বিপক্ষে রায় প্রদান করেছেন তাদেরকেও সাথে নিয়ে চলবেন।

Post a Comment

0 Comments