শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

যুব সমাজকে মাঠ মুখো করতে পারলে মোবাইল আসক্ত থেকে রেহায় পাওয়া যাবে- আমিরুল ইসলাম কাগজী

 



পাইকগাছা খুলনা প্রতিনিধি :-

যুব সমাজকে মাদক মুক্ত রাখতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলা-ধুলার মাধ্যমে শরীর মন সুস্থ্য থাকে। যুব সমাজকে মাঠ মুখো করতে পারলে মোবাইল আসক্ত থেকে রেহায় পাওয়া যাবে। মোবাইল গেম আসক্ত থেকে মুক্তি পেতে হলে ছাত্র-যুব সমাজকে খেলার মাঠে আনতে হবে। খেলাধুলার মাধ্যমে এসমাজ থেকে অনেক অপরাধমুলক কর্মকান্ড দুর করা যায় বলে বক্তব্য রাখেন জিয়া ফাউন্ডেশনের ডাইরেক্টর (প্রোগ্রাম) আমিনুল ইসলাম কাগুজী। 

তিনি শুক্রুবার বিকেলে পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের লক্ষীখোলা কাগুজী বাড়ী খেলার মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ৪দলীয় নক-আউট ফুটবল টুনামেন্টর ফাইনাল খেলা উদ্বোধন কালে উপরুক্ত বক্তব্য রাখেন।

এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব তৌহিদুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের  (ঢাকা দক্ষিন) আহবায়ক মুজিবুর রহমান আনু, বিএনপি নেতা আসাদুজ্জামান খোকন, যুবদল নেতা ইমরান সরদার,সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল,স্নেহেন্দু বিকাশ,আব্দুল আজিজ, আমিনুল ইসলাম বজলু,আসাদুল ইসলাম আসাদ,মাহবুবুল হাসনাইন টুটুল,রেজাউল করীম বাবু,ষোল আনা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, বর্তমান সদস্য শাহিনুর রহমান, হারুন অর রশীদ, বিপ্লব কুমার মন্ডল প্রমূখ। 

সভাপতিত্ব করেন জয় কাগুজী, সার্বিক সহযোগিতায় নাফিজ সাজিদ কাগুজী। 

ফাইনাল খেলায় কপিলমুনি মেহরাব ফুটবল একাদশ ও মৌখালী ইউনাইটেড ফুটবল একাদশকে ৪/০ গোলে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।


Post a Comment

0 Comments