বিশেষ প্রতিনিধি:-
সারা দেশব্যাপি কৃষক সমাবেশ অংশ হিসেবে খুলনার পাইকগাছায় কপিলমুনি ইউঃ কৃষক দলের উদ্দেগ্যে সোমবার বিকাল ৩ ঘটিকায় আগরঘাটা ভেদামারি মোড়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জি এম রহমতের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা কৃষক দলের সভাপতি -মেছের আলি সানা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, আনারুল ইসলাম, আবুল কাসেম সরদার, সন্তোষ সরদার, বাবর আলি গোলদার, আবুমুছা,সুজায়েত গাজী, মোহর আলি, আকিজ উদ্দিন সরজিত ঘোষ দেবেন, হুরাইয়া বাদশা,শামছুর রহমান,মারুফ হক প্রিন্স,জবেদ আলি গাজী,ফরাদ হোসেন, শাহাবুদ্দিন, সাইবালী,আহমদ গাজী,আরিফুর ইসলাম,লোকমান সরদার,আবুল কাসেম,সাদ্দাম, আসাদ্ুজ্জামান মামুন,সাম্মাত হোসেন সানা,সাইফুল গাজী,সুমন আহমেদ,ফসিয়ার রহমান,আলামিন,জামান প্রমূখ উপস্থিত ছিলেন।
0 Comments