নিজস্ব প্রতিবেদক:-
একের পর এক মানব সেবায় দৃষ্টান্ত সৃষ্টি করে চলেছেন ডাঃ আব্দুল মজিদ (এমবিবিএস)। রাত নেই, দিন নেই যে কোন সময় রোগীর সেবায় নিজের হাত বাড়ি দিয়ে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন গরীবের বন্ধু খ্যাত ডাঃ আব্দুল মজিদ। তার সুনাম এখন পাইকগাছা ছাড়িয়ে পৌঁছে গেছে কয়রায়।
গত রবিবার (১৭ নভেম্বর) ঢাকা থেকে ফিরে এক মুমূর্ষু গর্ভবতী নারীর অসহায়ত্বের কথা তিনি ছুটে যান কয়রায়। রাত ১০ টায় কয়রার সুন্দরবন ক্লিনিকে গিয়ে সেই গর্ভবতী মহিলার সিজারিয়ান অপারেশন করে গভীর রাতে ক্লান্ত শরীরে ফিরে আসেন পাইকগাছায়।
এবিষয়ে অপারেশন হওয়া মহিলার পরিবারের সদস্যরা জানান- হঠাৎ ব্যাথা শুরু হলে আমরা তাকে সুন্দরবন ক্লিনিকে নিয়ে আসি কিন্তু ডাক্তার পাচ্ছিলাম না। খুব বিপদে পড়ে ডাক্তার আব্দুল মজিদের কাছে কল করে আমাদের অসহায়ত্বের কথা বলি। এসময় তিনি ঢাকা থেকে ফিরছিলেন। আমাদের অসহায়ত্বের কথা শুনে তিনি পাইকগাছা না নেমে ক্লান্ত শরীরে কয়রায় চলে আসেন। অবশেষে রাত ১০ টায় অপারেশন করে তারপর ফিরে যান পাইকগাছায়।
এবিষয়ে ডা: আব্দুল মজিদ বলেন- মানুষের সেবা করার জন্য ডাক্তার হয়েছি। সেই সেবাই যদি করতে না পারি তাহলে ডাক্তার হয়ে লাভ কি? চেষ্টা করবো সব সময় মানুষের সেবা দিয়ে সাথে থাকার।
0 Comments