শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে খুবি শিক্ষকদের অবস্থান

 


খুলনা ব্যুরো:-

দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, বৈষম্যহীন সমাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ
গড়ার দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উদ্যোগে সোমবার (১২
আগস্ট)   অবস্থান   কর্মসূচি   পালন   করা   হয়।  

 বেলা   ১২টা   থেকে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময়
বক্তব্য   রাখেন   এগ্রোটেকনোলজি   ডিসিপ্লিনের   প্রফেসর   ড.   মো.
ইয়াছিন   আলী   ও   এনভায়রনমেন্টাল   সায়েন্স   ডিসিপ্লিনের   প্রফেসর   ড.
মো. আব্দুল্লাহ ইউসুফ আল হারুন। এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের
বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।


এ   সময়   বক্তারা   বলেন,   স্বাধীনতার   জন্য,   অন্যায়ের   বিরুদ্ধে,   বৈষম্যের
বিরুদ্ধে এদেশের মানুষ বার বার সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। 

মুক্তিযুদ্ধের মাধ্যমে  মানুষ   ভেবেছিল তারা শোষণ,   বঞ্চনা,  দুর্নীতি, লুটপাট  থেকে
মুক্তি পাবে। কিন্তু তারা মুক্তি পায়নি। বক্তারা আরও বলেন, এদেশের মানুষ আর
ঠকতে চায়না। তারা চায় একটি শোষণহীন, বৈষম্যহীন বাংলাদেশ।


বৈষম্যহীন সমাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে যার যার অবস্থান
থেকে কাজ করতে হবে। শিক্ষাঙ্গনগুলো দলীয় রাজনীতির কালো থাবা থেকে মুক্ত
করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।


অবস্থান কর্মসূচি শেষে এক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহিদ তাজউদ্দীন
আহমদ প্রশাসনিক ভবন ঘুরে আবারও হাদী চত্বরে গিয়ে শেষ হয়। #
 


 
    ১২.০৮.২৪



Post a Comment

0 Comments