শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

অন্তবর্তীকালীন সরকারকে খুবি বন্ধন’র অভিনন্দন

 



খুলনা ব্যুরো:-
 খুলনা বিশ^বিদ্যালয়ের অফিসারদের সংগঠন বন্ধনের উদ্যোগে কর্মকর্তা  ও কর্মচারীদের নিয়ে এক সভা সংগঠনের সভাপতি আলহাজ¦ আব্দুর রহমানের  সভাপিতত্বে ও সাধারণ সম্পাদক এস এম মোহাম্মাদ আলীর সঞ্চালনায় খুবি’র   অফিসার্স   ক্লাবে   অনুষ্ঠিত   হয়। 

  সভায়   বৈষম্য   বিরোধী আন্দোলনে নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে
    দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওঃ গুলজার হোসেন।

সভায় নোবেল বিজয়ী   আন্তর্জাতিক   খ্যাতিসম্পন্ন   অর্থনীতিবিদ   প্রফেসর   ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত সকল উপদেষ্টাকে অভিনন্দন জানানো  হয়। 

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- শেখ শারাফাত আলী দুলু, এস এম মনিরুজ্জামান পলাশ, মোঃ জাবেদ এলাহী, মোঃ আতিয়ার রহমান, এস এম শাকিল রহমান, আবদুল্লাহ শাহানুর  কবীর  অয়ন, শেখ  আকতার  হোসেন, মোঃ   রবিউল   ইসলাম,   সৈয়দ   মিজানুর   রহমান,   মোঃ   শফিকুল   ইসলাম
    শফিক, মোঃ ইকবাল হোসেন, শেখ মোঃ আব্দুল্লাহ, মিজানুর রহমান খান মুকুল,   শেখ   আফসার   উদ্দিন,   এস   এম   জাকির   হোসেন,   কামরুজ্জামান তুহিন, কুদরত-ই-এলাহী রঞ্জু, মোঃ শামীম রহমান, নুরুজ্জামান মিথুন, প্রমুখ।#

Post a Comment

0 Comments