খুলনা ব্যুরো:-
খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট)’ ভিসি প্রফেসর ড.
মিহির রঞ্জন হালদার ও প্রো-ভিসি প্রফেসর ড. সোবহান মিয়া পদত্যাগ
করেছেন। সোমবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের নিকট
পদত্যাগপত্র জমা দেন তারা।
কুয়েট ভিসি প্রফেসর ডক্টর মিহির রঞ্জন হালদার তার পদত্যাগপত্রে উল্লেখ
করেন, ব্যক্তিগত কারণে ভাইস-চ্যান্সেলর পদের দায়িত্ব থেকে আমি স্বেচ্ছায়
পদত্যাগ করলাম। এই পদত্যাগের কারণে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যাতে
ব্যাহত না হয় সে লক্ষ্যে এবং পূর্ণকালীন/ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর
রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ না পাওয়া পর্যন্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালন
করবেন। তিনি ২০২২ সালের ১ সেপ্টেম্বর কুয়েটের ভাইস চ্যান্সেলর হিসেবে
যোগদান করেন।
অপরদিকে প্রো-ভিসি প্রফেসর ডক্টর সোবহান মিয়া তার পদত্যাগপত্রে
উল্লেখ করেন, গত ২০২২ সালের ২২ নভেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে যোগদান করি। এখন আমার
শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত কারণে প্রো-ভাইস চ্যান্সেলর পদ থেকে
অব্যাহতি চাচ্ছি।
রাজনীতি নিষিদ্ধ : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)
ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা
হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরী সভায় এ সিদ্ধান্ত
নেওয়া হয়। সভায় রাজনৈতিক সভা-সমাবেশও নিষিদ্ধ ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনিসুর রহমান ভূইয়া এক বিজ্ঞপ্তিতে
জানান, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর রাজ
নৈতিক সংগঠন ও অঙ্গ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং কর্মকান্ড
নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একইভাবে ছাত্রদেরও রাজনৈতিক সংগঠনে
সম্পৃক্ততা ও কর্মকান্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে রোববার
বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার ও উপ-উপাচার্য
অধ্যাপক ড. সোবহান মিয়ার পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে মিছিল ও
প্রতিবাদ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষকরা।
খুবির ডিএসএ বডি এবং কেসিসি উইমেন্স কলেজের অধ্যক্ষের পদত্যাগ :
খুলনা বিশ^বিদ্যালয়ের (খুবি) ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ
হাসান লিমন এবং ৭ জন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক রোববার পদত্যাগ
করেছেন। খুবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক খান গোলাম কুদ্দুস
জানান, তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
শিগগিরই এসব পদ পূরণের উদ্যোগ নেওয়া হবে।
অন্যদিকে শারীরিক অসুস্থতা ও পারিবারিক এবং শিক্ষক কর্মকর্তা-
কর্মচারীদের অনাস্থাজনিত কারণ দেখিয়ে রোববার পদত্যাগ করেছেন খুলনা
কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো.
তৌহিদুজ্জামান। তিনি সহকারী অধ্যাপক রোজিনা আক্তারের কাছে
দায়িত্ব হস্তান্তর করেন। #
0 Comments