এএফসি নিউজ ২৪ ডটকমঃ
টাইব্রেকে উরুগুয়ের কাছে হেরে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। এর পর থেকে চলছে নানা আলোচনা সমালোচনা। ভাইরাল হওয়া একটি ভিডিও সেই আলোচান-সমালোচনা আরও বেশি উপ্তত করেছে।
সেই ভিডিওতে পেনাল্টি শুট আউটের আগে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের জন্য অস্বস্তিকর মুহূর্ত ধরা পড়েছে। এবং ব্রাজিল দলে তিনি কতটা অসহায় তার চিত্রও ফুটে উঠেছে।
সেই ভিডিও দেখে স্পষ্ট বলে দেওয়া যায় বর্তমান ব্রাজিল দলের ফুটবলারদের উপর নিয়ন্ত্রণ নেই দলটির কোচ দরিভাল জুনিয়রের।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ব্রাজিল-উরুগুয়ের ম্যাচের পেনাল্টি শুট আউটের আগ মুহুর্তের একটি ভিডিও পোস্ট করেছেন ব্রাজিলের সাংবাদিক মিল্টন নাভাস।
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এভাবে সেলেসাওদের দায়িত্ব পালন করে যাওয়া দরিভাল জুনিয়রের জন্য অপমানজনক।’
ঘটনাটি হচ্ছে কোপা আমেরিকার শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-উরুগুয়ে। নির্ধারিত সময়ে ম্যাচটি শেষ হয় গোলশূন্যভাবে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সরাসরি ম্যাচ গড়ায় টাইব্রেকে।
স্বাভাবিকভাবে এর পরিকল্পনায় নেওয়ার কথা কোচের। তবে ব্রাজিলের ডাগ আউটে দেখা যায় ভিন্ন চিত্র। বৃত্তকার হয়ে দাঁড়িয়ে রয়েছেন ব্রাজিলের ফুটবলাররা। আর কোচের বদলে অধিনায়ক দানিলো টাইব্রেকের পরিকল্পনা দলের অন্য ফুটবলারদের বুঝিয়ে দিচ্ছেন।
আর কোচ দরিভাল জুনিয়র তা শোনা বৃত্তকারে প্রবেশে চেষ্টা করছেন। বেশ কয়েকবার জায়গা পরিবর্তন করেও সেই বৃত্তকারে প্রবেশ করতে না পেরে, এক জায়গা দাঁড়িয়ে ফুটবলারদের পরিকল্পনা শুনতে থাকেন।
অন্যদিকে, মার্সেলো বিয়েলসাকে ঘিরে ধরে রয়েছেন উরুগুয়ের ফুটবলাররা। সেখানে দলের রণকৌশল ফুটবলারদের কাছে ব্যাখ্যা করছেন। ম্যাচের ফলাফলও গিয়েছে তাদের অনুকূলে। টাইব্রেকে ৪-২ গোলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে উরুগুয়ে।
দুই কোচের দুই ধরনের চিত্র দেখে প্রশ্ন উঠা স্বাভাবিক, তাহলে কি ব্রাজিল দলের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই কোচ দরিভার জুনিয়রের?
যদিও কোপা আমেরিকা থেকে বিদায় নেওয়ার পর হার দায় নিজের কাঁধে নিয়েছেন
ব্রাজিলের দরিভার জুনিয়র। আর বৃত্ত না থাকার ব্যাখ্যায় তিনি বলেন, ‘আমি
বাইরে ছিলাম। কারণ, আমার মনের মধ্যে কী আছে তা নিয়ে তাদের প্রত্যেকের সঙ্গে
আলাদা আলাদা করে কথা বলছিলাম। শট নেওয়ার পাঁচজনের তালিকা তৈরি হয়ে যাওয়ার
পর আমি কথা বলছিলাম আমাদের করা অনুশীলন নিয়ে।’
0 Comments