শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

ঢাকায় পাওলি দাম

 

এএফসি নিউজ ২৪ ডটকমঃ 

জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। ঢাকাই সিনেমায় অনেক আগেই অভিষেক হয়েছে তার। এবার আরও একবার বাংলাদেশের সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। ‘নীল জোছনা’ শিরোনামের এ সিনেমাটি পরিচালনা করছেন ফাখরুল আরেফীন খান। মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পাওলিকে। যেটির শুটিংয়ের জন্য এরই মধ্যে ঢাকায় এসেছেন এই অভিনেত্রী। 

 



পাওলি তার নতুন সিনেমা ও ঢাকায় আসার বিষয়ে আগেই কালবেলাকে নিশ্চিত করেছিলেন। জানিয়েছিলেন, সিনেমার সঙ্গে চুক্তির বিষয়টিও। বর্তমানে ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে শুটিং।

সিনেমাটি নিয়ে অনেকদিন ধরেই পাওলির সঙ্গে যোগাযোগ হচ্ছিল নির্মাতার। এ বিষয়ে কালবেলাকে এই অভিনেত্রী জানান, ‘এ কাজ নিয়ে আমার নির্মাতা ফাখরুল আরেফীন খানের সঙ্গে গত বছর থেকেই কথা হচ্ছিল। তিনি আমার সঙ্গে যোগাযোগ করে গল্প পাঠান এবং বইটির নাম বলেন।

 


 এরপর আমি মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ পড়তে শুরু করি। গল্প পড়েই আমি মুগ্ধ হয়ে কাজটি করার জন্য সম্মত হই। এখন শুটিংয়ে অংশগ্রহণ করলাম। দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে আমার। এর কারণ সহশিল্পী সবাই খুবই আন্তরিক ও অভিজ্ঞ। তাদের সঙ্গে কাজ করতে পারা অবশ্যই আনন্দের। এ ছাড়া এ ধরনের গল্পে বাংলা ভাষায় খুব একটি সিনেমা হয় না।’

সিনেমায় পাওলি ছাড়াও মেহের আফরোজ শাওন, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার ও এফ এস নাঈম অভিনয় করছেন।

Post a Comment

0 Comments