শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

শিরোপা আর্জেন্টিনার

 এএফসি নিউজ২৪.কমঃ-

মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে চলছে লাতিন ফুটবলেরে শ্রেষ্টত্বে আসর কোপার ফাইনাল। নানা ঝামেলার পর শুরু হওয়া কলম্বিয়া ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচ অবশ্য এখন পর্যন্ত গোল এনে দিতে পারেনি। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য শেষ হওয়ার পর খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিট সময়ে। যেখানে প্রথম হাফে গোলের দেখা পায়নি কোন দল।

তবে দ্বিতীয় হাফের ৭ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে শিরোপার কাছে নিয়ে গেছেন বদলি হিসেবে নামা লাউতারো মার্তিনেজ।


মার্তিনেজের গোলের আগে ম্যাচ জুড়ে অবশ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পুরো অসহায় দেখা গেছে। আধিপত্য কলম্বিয়ারই ছিল। ম্যাচপূর্ব বিপর্যস্ত ছিল আর্জেন্টিনার খেলোয়াড়েরা। ম্যাচ শুরুর আগেই কলম্বিয়ার উগ্র ভক্তদের তোপে পড়েন আর্জেন্টিনা ভক্তরা। পুরো ম্যাচেই কলম্বিয়ার শারীরিক ফুটবল আর প্রেসিংয়ের কাছে অসহায় হয়ে ছিল আর্জেন্টিনার রক্ষণভাগ। তবে ম্যাচে ছেড়ে কথা বলেননি মেসিরাও।ইনজুরিতে ৬৩ মিনিটে উঠে যাওয়ার আগ পর্যন্ত মেসি ও ডি মারিয়ার কাউন্টার অ্যাটাক ব্যতিব্যস্ত রেখেছে কলম্বিয়াকেও।তথ্য ও ছবিঃ দৈনিক কালবেলা

Post a Comment

0 Comments