শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

আশাশুনির দরগাহপুর আফিল উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 


বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:-
আশাশুনি উপজেলার দরগাহপুর আফিল উদ্দিন আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান আতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, ক্রাইম ম্যানেজমেন্ট এর এডিশনাল ডিআইজি (বিপিএম সেবা) জয়দেব চৌধুরী। 
বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ জাহিদুল ইসলাম তোতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজিব খান, আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম। কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে দরগাহপুর রহমানিয়া জামে মসজিদের সভাপতি শেখ মতলুবর রহমান, দরগাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি সাবেক শিক্ষক আলহাজ্ব শেখ উকিল উদ্দিন, ইউপি সদস্য শেখ আসাদুজ্জামান মুকুল, সাংবাদিক শেখ হিজবুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments