শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে, নিহত ৯



বরগুনা প্রতিনিধি:-

 বরগুনার আমতলী উপজেলায় সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ১১ জন। 

 শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার চাওড়া ও হলদিয়া হাটের সঙ্গে সংযোগ সেতু ভেঙে এ দুর্ঘটনা ঘটে। 

 তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

 আমতলী থানার ওসি গাজী শাখাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করে বলেন, হলদিয়া এলাকায় একটি ব্রিজ ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে যায়। এ সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। ৯ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

 তিনি বলেন, এখনো নিখোঁজ আছেন কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

 আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার ফোরকান বলেন, মাইক্রোবাসের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। এখন পর্যন্ত নারী-শিশুসহ ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Post a Comment

0 Comments