খুলনা অফিস:-
প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া গ্রামে সাত্তার স্মৃতি সংঘ আয়োজিত ৮ দলীয় ফুটবল টুনামেন্ট ১১ তম আসর অনুষ্ঠিত হয়েছে। এবারে আসরে টানা পঞ্চম বারের মতো চ্যাম্পিয়ান ট্রপি নিজেদের ঘরে তুলে নিয়েছেন আভিলা ফুটবল একাদশ।
সাত্তার স্মৃতি সংঘের সভাপতি মুশফিকুর রহমান স্বজলের সভাপতিত্বে আয়োজিত এই টুনামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সচিব (প্রধান নির্বাহী কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন) মোঃ ইসরাইল হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান,আব্দুল হান্নান সানা,মাজহারুল ইসলাম ডালিম,মোহাম্মদ আলী মুক্তি,সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর গাজী,আবুল কালাম আজাদ,মো: সেলিম সরদার,আশরাফ হোসেন মৌলভি,ওলিউর রহমান সেলিম প্রমুখ।
টুনামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল।
ঈদুল ফিতরের পরের দিনে থেকে শুরু হওয়া টুনামেন্টে মোট ৮ টি দল অংশ গ্রহণ করে। আন্তরিক পরিবেশ ও চরম প্রতিযোগিতার মধ্যে দিয়ে ফাইনাল খেলায় আভিলা ফুটবল একাদশ ও ফ্রেন্ড ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করেন। এক শূন্য গোলের ব্যবধানে ফ্রেন্ড ফুটবল একাদশকে পরাজিত করে আভিলা ফুটবল একাদশ ১১ তম আসরে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। এবারের জয়ের মধ্য দিয়ে আভিলা ফুটবল একাদশ টানা পঞ্চম বারের মতো শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়। ফাইনালে আভিলা ফুটবল একাদশের পক্ষে একমাত্র গোলটি করে মো: মিঠুন ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।
খেলা শেষে আভিলা ফুটবল একাদশের অধিনায়ক মো: আবদার হোসেনের হাতে চ্যাম্পিয়ান ট্রপি তুলে দেয়া হয়। এছাড়াও রানার্স আপ দলের হাতে ট্রপি তুলে দেয়ার পাশাপাশি খেলায় অংশ গ্রহণ করা সকল দলের খেলোয়াড়দের মধ্যে মেডেল পরিয়ে দেয়া হয়।
0 Comments