২০ শে জানুয়ারি ২০২৩ রথযাত্রা উৎসব.... প্রায় ১০৩ বছর ধরে শ্রী জগন্নাথ সেবা সমিতি খিদিরপুরের জগন্নাথ মন্দিরে এই রথযাত্রা উৎসব পালন করে এসেছিলেন, কিন্তু এই বৎসর এই প্রথম খিদিরপুর থেকে জগন্নাথ যাবে নর্দান এভিনিউ এবং সেখানে সাত দিন থাকবে। ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতারও আয়োজন থাকছে সেখানে,।
আজ সারাদেশে যখন রথযাত্রা উৎসবে মাতোয়ার া ঠিক তেমনি খিদিরপুর জগন্নাথ সেবা সমিতি তাদের রথযাত্রার পুজো শুরু করেছেন সকাল থেকেই, বহুদূরান্ত থেকে ভক্তরা মন্দিরে এসেছেন এবং তারা পূজা পুজো দিচ্ছেন, শুধু তাই নয় জগন্নাথের পুজো শেষ হওয়ার সাথে সাথে ভক্তবৃন্দদের জন্য ভোগ বিতরণের আয়োজন করেছেন এবং বসিয়ে খাওয়ার ব্যবস্থাও রেখেছিলেন কয়েক হাজার ভক্ত ও দর্শনার্থী এই ভোগ খান।
আজ এই রথের শুভ সূচনা করবেন রাজা নিহার বিশ্বাস যিনি ছাড়া এই রথ চলা শুরু হবে না তিনি সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়ার পর এই রথের সূচনা শুরু হয়,
বেলা দুটো নাগাদ রথের দড়িতে টান পরে এবং রথচলা শুরু হয় রথ আস্তে আস্তে খিদিরপুর হয়ে নর্দা নিমুনের দিকে রওনা দেয় সাথে সাথে ভক্তবিন্দদের উল্লাস এবং একটি সুন্দর প্রসেশন এর মধ্য দিয়ে,
সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে শ্রী জগন্নাথ সেবা সমিতির সেক্রেটারি প্রমোদ কুমার জানা বলেন ,আমরা নিমিত্ত মাত্র ,যা কিছু এখানে হচ্ছে সব প্রভুর ইচ্ছায়, প্রভুর ইচ্ছা না করলে কোন কিছুই করা সম্ভব নয়। আজ প্রভুর ইচ্ছে হয়েছে তাই এবারে তিনি নতুন জায়গায় চলেছেন আমাদের এটা গর্বের বিষয়, এত বছর পর মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা নতুন জায়গায় যাচ্ছেন, এর সাথে সাথে ধন্যবাদ জানাবো সমস্ত প্রশাসনিক বিভাগকে ,যারা আমাদের সাথে সকাল থেকেই সহযোগিতা করছেন এবং ধন্যবাদ জানাবো সাংবাদিক বন্ধুদের ,যারা আমাদের এই পুজোগুলোকে তুলে ধরছেন এবং মানুষের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করছেন......।
রিপোর্টার,, কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়
0 Comments