শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

বানিয়াচংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জুয়েল রহমান ,বানিয়াচং প্রতিনিধিঃ বানিয়াচং উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। 


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইনশৃংখলা কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। সভায় বানিয়াচং উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়ায় পাড়ায় দেশীয় প্রাণঘাতী অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


এছাড়া আসন্ন ঈদুল আযহায় ঘরফেরত বানিয়াচংয়ের বিভিন্ন পেশার মানুষজন যেন নির্বিঘ্নে বাড়িতে ফিরে আসতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক  থাকার জন্য আহবান জানানো হয়। কোরবানির পশুর চামড়া উপযুক্ত মূল্য না পেলে নষ্ট না করে লবণ দিয়ে সংরক্ষণ করার জন্য আহবান জানানো হয়েছে। 


এছাড়া কোরবানির পশুর বর্জ্য যত্রতত্র  ফেলে পরিবেশ নষ্ট না করে মাটিতে পুতে ফেলার পরামর্শ দেওয়া হয়। ঈদের দিন কিংবা ঈদ পরবর্তীতে বিভিন্ন পরিবহনে কিশোরদের ডিজে গানবাজনা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া স্কুল ড্রেস পরে স্কুল কলেজ চলাকালীন সময়ে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় শিক্ষার্থীদের অবাধ মেলামেশা বন্ধ করার জন্য ও সিদ্ধান্ত নেওয়া হয়। 


সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সহকারী কমিশনার ( ভূমি) মো:নাজমুল হাসান, বানিয়াচং থানার ওসি (তদন্ত) আবু হানিফ, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ,ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক,হায়দারুজ্জামান খান,ইউপি চেয়ারম্যান ও  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  শাহজাহান মিয়া, আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল, ইমাম সমিতির সভাপতি আতাউর রহমান, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, আরফান উদ্দিন, আনোয়ার হোসেন,ফরিদ আহমেদ,  মাসউদ কোরাইশী মক্কী, হাফেজ শামরুল ইসলাম, জয়কুমার দাস,  সাদিকুর রহমান,শেখ মিজান, নাসিরুদ্দিন চৌধুরী, প্রমুখ। 

Post a Comment

0 Comments