মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥
কৃষি দপ্তরের ছাড়পত্র না নিয়ে, দিনাজপুর কম্বাইন হারভেষ্টার মালিক সমিতির সিদ্ধান্ত উপেক্ষা করে অন্য জেলা হতে ফসল কাটার অজুহাতে দিনাজপুর জেলায় অবৈধ ভাবে প্রবেশ করলে ৮ মে সোমবার সকালে কোতয়ালী থানার পুলিশরা নেত্রকোনা ও ঠাকুরগাঁও জেলার ২ টি গাড়ী আটক করে থানায় নিয়ে আসে।
জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, ঢাকার সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক তারিক মাহামুদুল ইসলাম স্মাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, উন্নয়ন সহায়তায় প্রাপ্ত কম্বাইন হারভেষ্টার স্থানান্তর প্রসঙ্গে যে শর্তাবলী দেয়া হয়েছে তার মধ্যে রয়েছে-পিক সিজনে ধান কর্তন করার জন্য উন্নয়ন সহায়তায় প্রাপ্ত কম্বাইন হারভেষ্টার একই জেলার অভ্যান্তরে স্থান্তরের ক্ষেত্রে যে উপজেলায় গমন করবে তা উল্লেখ্য পূর্বক সংশ্লিষ্ঠ উপজেলা কৃষি অফিসারের প্রত্যায়ন পত্র গ্রহণ করতে হবে এবং আন্য জেলায় স্থানান্তরের ক্ষেত্রে সংশ্লিষ্ঠ জেলার উপ-পরিচালকের প্রত্যায়ন পত্র গ্রহণ করতে হবে। উক্ত নির্দেশাবলী দিনাজপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ও উপজেলা কৃষি অফিসার বাস্তব্যায়ন কল্পে অনিহা ও গড়িমশি করার কারনে অন্য জেলার কম্বাইন হারভেষ্টার গাড়ী গুলো অবাধে দিনাজপুর জেলায় প্রবেশ করতে থাকলে দিনাজপুর মালিক সমিতির সদস্যরা মতবিনিময় সভা, সাংবাদিক সম্মেলন করে আসার পরেও এক শ্রেণী দালাল চক্রের সহয়োগীতায় ২টি গাড়ী দিনাজপুর সদরে প্রবেশ করলে পুলিশ ধরে ফেলে। মালিক সমিতির সাধারন সম্পাদক কৃষিবীদ মুনিম জানায় দিনাজপুর জেলার ফসল কাটার জন্য আমাদের সমিতি ভুক্ত প্রচুর গাড়ী রয়েছে। পরে ২টি কম্বাইন হারভেষ্টার গাড়ীর মালিক কোতয়ালী থানায় এসে দিনাজপুর মালিক সমিতির কাছে মুছলিকা দিয়ে থানার হস্ত্যক্ষেপে গাড়ী ২টি নিয়ে যায়।
0 Comments