শফিক টুটুল/ পিরোজপুর:-
পিরোজপুর জেলার নাজিরপুর টু পাটগাতী আঞ্চলিক মহাসড়কের নতুন রাস্তা নামক এলাকায় আজ ২ মে সকাল আনুমানিক ৯টায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস কভার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মাওলানা মুফতী মাহামুদুল হাসান (২৭) এর মোটর সাইকেলে। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক কাটাবুনিয়া দারুল উলুম কওমী মাদ্রাসা ও এতিম খানার মুহতামিম মাহামুদুল হাসান মৃত্যুবরণ করেন এবং তার সাথে থাকা একই প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক মাওলানা আলী হোসেন গুরুতর আহত হন। স্থানীয় সূত্র মতে জানা যায়, দূর্ঘটনার সঙ্গে সঙ্গে ঐ এলাকার উপস্থিত লোকজন নাজিরপুর থানায় জানালে তাৎক্ষনিক থানা-পুলিশ ও উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে এর একটি টিম ঘটনাস্থলে পৌছে নিহত ও আহত আলী হোসেনকে উদ্ধার করে এবং ঘাতক সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কভার ভ্যানটি আটক করে থানায় নিয়ে আসেন। জানা গেছে নিহত মোটরসাইকেল চালক মাদ্রাসা থেকে নিজের মোটরসাইকেল ড্রাইভ করে তার সহকর্মীকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জে মাদ্রাসার কিতাব ক্রয়ের উদ্দেশ্যে রওয়ানা করে ঘটনাস্থলে পৌছাইলে বে-পরোয়াভাবে ঘাতক কভার ভ্যান রং সাইডে এসে মোটর সাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মৃত মুফতী মাওলানা মাহামুদুল এর বাড়ী একই উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের দেউলবাড়ী গ্রামে মাওলানা শামসুল হক এর ২য় পুত্র। মৃত্যুর পরে পিতা-মাতা ভাই-বোন সহ স্ত্রী মারজিয়া ও ২ বছরের শিশু কন্যা মারজানাকে রেখে যান। অপর দিকে সহকারী শিক্ষক আলী হোসেনকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে বলে উপস্থিত লোকজন জানায়। উক্ত আলী হোসেন এর বাড়ী মাদারীপুর জেলায় বলে মাদ্রাসা সূত্রেমতে জানা গেছে। এ ব্যপারে নাজিরপুর থানায় যোগাযোগ করা হলে অফিসার ইনচার্জ জানান, আমরা ঘাতক কভারভ্যানটি আটক করতে স্বক্ষম হয়েছি, কিন্তু কভার ভ্যানের ড্রাইভার পালিয়ে যায়, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
0 Comments