শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

নাজিরপুরে ইটভাঙ্গা মেশিন উল্টে শ্রমিকের মৃত্যু



শফিক টুটুল, পিরোজপুর 

পিরোজপুরের নাজিরপুরে ইটভাঙ্গা মেশিন উল্টে রমজান মৃধা (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় মেশিনটির চালক আজিজুল শেখ (১৯) নামের অপর এক যুবক গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (০৮মে) সকাল ৮টার দিকে উপজেলার শ্রীরামকাঠী-পিরোজপুর সড়কের বকুলতলা নামক স্থানে। নিহত রমজান মৃধা উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চরখালী গ্রামের নুরুল ইসলাম মৃধার ছেলে। আর আহত আজিজুল শেখ পিরোজপুর সদর উপজেলার কলাখালী গ্রামের ছরোয়ার শেখের ছেলে। প্রত্যক্ষদর্শী স্থানীয় টিটু ফকির জানান, ইটভাঙ্গা মেশিনটি পিরোজপুরের সরদ উপজেলার কলাখালী থেকে নাজিরপুরের শ্রীরামকাঠীর দিকে যাচ্ছিলো। এ সময় ইটভাঙ্গা মেশিন গাড়িটি স্থানীয় বকুলতলা নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ওই গাড়িতে থাকা রমজান মৃধা ও চালক আজিজুল শেখ গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে রমজানকে নাজিরপুর উপজেলা হাসপাতালে ও  আজিজুল শেখ এর অবস্থা আশংকাজনক দেখে পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরন করেন। নিহতের মামা শফিকুল শেখ জানান, তার ভাগ্নে রমজান কলাখালীতে তার নানা বাড়িতে থাকতো। ওই দিন সকালে তারা ইট ভাঙ্গতে তার মামা আজিজুলের সাথে মেশিন নিয়ে বের হয়ে কলাখালী থেকে শ্রীরামকাঠী যাওয়ার পথে ইটভাঙ্গা মেশিন উল্টে তারা গুরুতর আহত হয়। আহত রমজানকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমক্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জিনাত তাসমিন জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments