শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

বিদ্যুৎ গ্রাহকেরা নদিয়া জেলা বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে.. বিক্ষোভ ও প্রতিবাদ জানালেন



শম্পা দাস ও সমরেশ রায় কোলকাতা থেকে:-

সময় মতো রাজ্যে প্রতিটি প্রান্তে, গ্রামে গঞ্জে, শহরে বিদ্যুৎ গাহকেরা তাদের বিদ্যুৎ বিল পরিশোধ না করতে পারায়, লাগামছাড়া ফাইনের টাকা ১০০ টাকা থেকে বাড়ি 500 টাকা করায়, খোভ গ্রাহকদের ,এক প্রতিবাদ বিক্ষোভে শামিল হলেন সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি,। 


তাদের দাবি বিদ্যুৎ দপ্তর অসহায় গরিব মানুষের কথা চিন্তাভাবনা  করে, এই ফাইন বা জরিমানা আগে যা ছিল তাই রাখা হোক।  তাদের দাবি না মানলে আগামী দিন তারা বৃহত্তর আন্দোলনে নামবে, এর পাশাপাশি এক স্মারক লিপি তারা দেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক এর কাছে বলে জানা যায়.......।



Post a Comment

0 Comments