শফিক টুটুল, পিরোজপুর :-
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের ৭৬ নং লক্ষীদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে "মানবতার জন্য জীবন " নামে একটি মানবিক সংগঠন এর পক্ষ থেকে আজ ২৭ মে শনিবার সকাল ১০ থেকে ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পেইন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র মানবিক সংগঠনের এর প্রতিস্ঠাতা ও অত্র বিদ্যালয়ের ম্য্যনেজিং কমিটির সভাপতি জনাব মো আলী আযম শেখ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আলী আকবর বাদল সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ।
0 Comments