শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

নাজিরপুরে সড়ক দূর্ঘটনায় এক জনের মৃত্যু

শফিক টুটুল / পিরোজপুর : - পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চৌঠাইমহল বাসস্টন্ড টু শ্রীরামকাঠী সড়কের মিরের হাট মোড়ে গ্যাস সিল্ডিার বহনকারী নসিমোন এর সঙ্গে অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাকিম (৯০) মৃত্যুবরণ করেছেন।


জানা গেছে ১৮ এপ্রিল মঙ্গলবার দুপুর অনুমান দেড়টায় শ্রীরামকাঠী থেকে আসা গ্যাস সিল্ডিার বহনকারী নোসিমন মিরের হাট কালভার্ট মোড় ঘোড়ার সময় চৌঠাইমহল বাসস্টান্ড থেকে শ্রীরামকাঠীগামী অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ভ্যানটি দুমড়ে মুচরে যায়। এ সময় ভ্যান চালক হেমায়েত (৫০)  ও যাত্রী হাাকিম (৯০) গুরুতর আহত হলে তাৎক্ষনিক উপস্থিত লোকজন আহতদেরকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক হাকিমের অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঐ এলাকার ইউপি সদস্য মোশারেফ হোসেন শেখ এ প্রতিনিধিকে নিশ্চিত করেন আহত হাকিম শেখকে খুলনা মেডিকেলল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। নসিমনে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী হাফিজুল সূত্রে জানা যায় মোড় ঘোরার সময় নিয়ন্ত্রন হারিয়ে মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক সহ ১ যাত্রী গুরুতর আহত হয়। গ্যাস ব্যবসায়ী হাফিজুলের বাড়ী টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া এবং ভ্যান চালক হেমায়েত এর বাড়ী নাজিরপুর উপজেলার চৌঠাইমহল গ্রামে। এ ব্যপারে নাজিরপুর থানা-পুলিশের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে পুলিশ জানায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

Post a Comment

0 Comments