শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

চিরিরবন্দর থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার



মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।। 

দিনাজপুরের চিরিরবন্দর থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ ৩  মাদক ব্যবসায়ী গ্রেফতার:

চিরিরবন্দর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই নিরস্ত্র জাহাঙ্গীর বাদশা রনি এর নেতৃত্বে আমতলী ব্রিজের পশ্চিম পাশ থেকে  ৩১ মার্চ /২০২৩ দিবাগত রাত্রিতে  মাদক ব্যবসায়ী মোঃ সামসুদ্দিন (৪৭) পিতা কফিল উদ্দিন গ্রাম পুলহাট কসবা ও মোহাম্মদ ফিরোজ আলম (৩০), পিতা সৈফুর রহমান গ্রাম শংকরপুর থানা কোতোয়ালি জেলা দিনাজপুরদ্বয়কে ৯২ পিস মাদকদ্রব্য টাফেনডাটল ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেপ্তার করেন।

একই তারিখ অপর একটি অভিযানে এসআই নিরস্ত্র মোঃ আব্দুল কাদেরের নেতৃত্বে নান্দেড়াই এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ আসাদুজ্জামান আসাদ (২২), পিতা মৃত মোকসেদুল হক গ্রাম নান্দেড়াই থানা চিরিরবন্দর,

জেলা দিনাজপুর কে ২৬ পিস মাদকদ্রব্য টাফেন্ডাটল  ট্যাবলেট সহ হাতেনাতে আটক করেন।দুইটি অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে

Post a Comment

0 Comments