জুয়েল রহমান: বানিয়াচং,প্রতিনিধি :
১৭ ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৭ এপ্রিল) সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে "ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশ স্বাধীনতা শীর্ষক" আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ'র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হাদী,বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী,
পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেব সাংবাদিক শেখ নূরুল ইসলাম, তাপস হোম প্রমুখ।
বক্তারা বলেন, মুজিবনগর সরকারের অধীনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা সংগ্রাম অর্জিত হয়েছে এটাই ঐতিহাসিক সত্য ঘটনা।
এই সত্য ঘটনা অনেকে মন থেকে মেনে নিতে পারেনা।
মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী ও কামরজ্জামানের বিদেহী আত্মার শান্তি কামনা করে বক্তারা বলেন বঙ্গবন্ধুর অবর্তমানে জাতীয় চার নেতা জাতি কে নেতৃত্ব দিয়েছিলেন। তাদের অবদান কখনোই ভূলে যাওয়া যাবে না।
0 Comments