শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

নাজিরপুরে গণশিক্ষা কেন্দ্রের বাউন্ডারী ওয়াল ভাংচুর- শিশু শিক্ষা বন্ধ



শফিক টুটুল /পিরোজপুর:-

পিরোজপুর জেলার নাজিরপুরে আওয়ামীলীগ নেতার গণশিক্ষা কেন্দ্রের বাউন্ডারী ওয়াল ভাংচুর করে কেন্দ্র তালাবদ্ধ করে দিয়েছে স্থানীয় আলী আহম্মেদ গাজী। জানা গেছে উপজেলার ১নং মাটিভাংগা ইউনিয়নের ৭নং ওয়ার্ড পূর্ব বানিযারী গ্রামের স্থানীয় আওয়ামীলীগ নেতা শওকত হোসেন স্বপন গাজী (প্রাক্তন ইউপি সদস্য) এর নির্মিত গণশিক্ষা কেন্দ্র ও স্বর্ণা সামাজিক ইউনিয়ন সংঘ এবং সরকারি টিকা কেদ্রের বাউন্ডারী ওয়াল ইং- ১৫/০৩/২০২৩ তারিখ গভীর রাতে ভাংচুর করে কেন্দ্রে তালাবাদ্ধ করে দিয়ে শিশু শিক্ষা বন্ধ করে দিয়েছে একই এলাকার মৃত: আবুল হোসেন গাজীর পুত্র আলী আহম্মেদ গাজীর নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা। ভুক্তভোগী প্রাক্তন ইউপি সদস্য ও আওয়ামী নেতা এ প্রতিনিধিকে জানান, ১৯৬৩/১৯৯১ সালে চাচা ও ফুফুদের নিকট হইতে ঐ সম্পত্তি খরিদ করে নিজ নামে মাঠ জড়িপে বিএস রেকর্ডভুক্ত করে বাউন্ডারী ওয়াল নির্মান করে গণশিক্ষা কেন্দ্র সহ ঐ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। আকষ্মিক ভাবে উক্ত আলী আহম্মেদ গাজীর নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এ তান্ডব চালিয়ে বাউন্ডরী ওয়াল ভাংচুর করে ব্যপক ক্ষয় ক্ষতি করে ৩০ জন কোমলমতি শিশুদের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এ ব্যপারে নাজিরপুর থানায় অভিযোগ করলে থানা-পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে না দেখায় ঐ আলী আহম্মেদ গাজী ও তার সন্ত্রাসীরা আবারও ৪ এপ্রিল ২০২৩ ইং তারিখ সকাল ১০টায় দিবালোকে স্বর্ণা সামাজিক ইউনিয়ন সংঘ এবং শিশু কেন্দ্রের ওয়ালে ভাংচুর তান্ডব চালিয়ে ব্যপক ক্ষতি সাধন করে। বিষয়টি ভুক্তভোগী আবারও নাজিরপুর থানা-পুলিশকে অবহিত করলে তাৎক্ষনিক থানা-পুলিশের একটি টিম এ এস আই উত্তম এর নেতৃত্বে ঘটনাস্থলে পৌছাইলে ঐ সন্ত্রাসী বাহীনিরা পালিয়ে যায়। এ বিষয়ে এ এস আই উত্তমের সহিত মুঠোফোনে আলাপ করলে তিনি এ প্রতিনিধিকে জানান, এ ব্যপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং উভয় পক্ষকে থানায় হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

Post a Comment

0 Comments