শফিক টুটুল পিরোজপুর:-
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় ১৩মার্চ নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম সাতকাছিমা নির্জন কলাবাগন সংলগ্ন বালু ভরাটকৃত জায়গা থেকে একটি কঙ্কালের একাংশ উদ্ধার করেছেন থানা পুলিশ। জানা গেছে একই এলাকার নজরুলের কন্যা লামিয়া (১৮) গত প্রায় ৪মাস পূর্বে দীর্ঘদিন একই এলাকার মিজান খান এর পুত্র তরিকুলের সঙ্গে প্রেম সম্পর্কের মাধ্যমে বিবাহ সম্পন্ন হওয়ার পর মিাজন খান পরিবার থেকে ঐ বিবাহ মেনে না নেওয়ায় উভয় পক্ষের মধ্য ব্যপক ক্ষোভের সৃষ্টি হলে হঠাৎ প্রেমিক তরিকুল লামিয়াকে নিয়ে উধাও হয়ে যায়। এ ব্যপারে লামিয়ার পিতা নজরুল ইসলাম নজির ০৭/১২/২০২২ ইং তারিখ নাজিরপুর থানায় সাধারণ ডায়রী করেন এ ঘটনায় পুলিশের অধিকতর তদন্তের পরে লামিয়ার মা রাজিয়া বেগমকে বাদী করে থানায় অপহরন মামলা রুজু করেন। মামলায় তরিকুল সহ ৭জননের নাম উল্লেখ পূর্বক আসামী করা হয়। উক্ত মামলায় ২ জনের জামিন হলেও তরিকুল সহ মোট ৪জন জামিন না নিয়ে বীরদর্পে এলাকায় গা ঢাকা দিয়ে বেড়াচ্ছে। অপহরন মামলার বাদী রাজিয়া ও তার বোন সাবিনা এ প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করে জানান, ১২মার্চ তারিখ রাতে আমার ঘরে ঢিল ছোড়ার মাধ্যমে একটি চিরকুট দিয়ে জানায়, লামিয়ার লাশ ঐ উদ্ধারকৃত স্থানে রয়েছে। আমরা বিষয়টি তাৎক্ষণিক থানা-পুলিশকে অবহিত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পাহাড়া দেন। আজ ১৩মার্চ বেলা অনুমান ১১টায় থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির সহ থানা-পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে ঐ চিরকুটের সূত্র ধরে বালু খনন করে কঙ্কালের একাংশ উদ্ধার করেন। এ ঘটনার সংবাদ পেয়ে পিরোজপুর জেলার অরিক্তি পুলিশ সুপার মোস্তাফিজ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যপারে অফিসার ইনচার্জ হুমায়ুন কবির এর সঙ্গে আলাপ করলে তিনি সংবাদকর্মীদের জানান, বিষয়টি লামিয়ার কঙ্কাল কিনা তা পরীক্ষা-নিরীক্ষা না করে বলা যাচ্ছে না যেহেতু লাশ ডি-কম্পোষ্ট। আমাদের আরো অনেক গোয়েন্দা টিম সহ পরীক্ষা-নিরীক্ষা টিম রয়েছে যারা ঘটনাস্থলে এসেছেন পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যাবে আদৌ লামিয়ার কঙ্কাল কিনা। অপর দিকে লামিয়ার মা রাজিয়া ও লামিয়ার খালা সাবিনা সহ এলাকার একাধিক উপস্থিত লোকজন লামিয়ার কঙ্কাল বলে ধারনা করছেন। লামিয়ার নিখোঁজে এলাকা তোলপাড় কঙ্কাল উদ্ধারে এলাকায় শোকের মাতম।
0 Comments