শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

নাজিরপুরে লামিয়া হত্যার দ্রুত বিচার দাবিতে কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

 


শফিক টুটুল পিরোজপুর:-

পিরোজপুর জেলার নাজিরপুরে কলেজ শিক্ষার্থী লামিয়ার লোমহর্শক হত্যার বিচারের দাবীতে নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বঙ্গমাতা মহাবিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা,শিক্ষার্থী সহ উপজেলার সর্বস্তরের জনগণ মানববন্ধন করেছে।

মঙ্গলবার ২১ মার্চ দুপুরে নাজিরপুর উপজেলা পরিষদ গেইটে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের দক্ষিণ চিথলিয়া গ্রামের মোঃ নজরুল ইসলামের মেয়ে লামিয়া আক্তার (১৯) এর সঙ্গে একই গ্রামের মোঃ মিজান খানের ছেলে মো. তরিকুল ইসলামের (২২) প্রেমের সম্পর্কের মাধ্যমে ৩০ মে ২০২২ তারিখে স্থানীয় লোকজনের মধ্যস্থতায় তাঁদের বিয়ে হয়।

গত বছরের ৬ নভেম্বর রাত হতে নিখোঁজ ছিলেন এই কলেজছাত্রী। ৭ ডিসেম্বর নিখোঁজ লামিয়া আক্তারের মা রাজিয়া বেগম স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেন।

ঘটনার চার মাস পর ১২ মার্চ রোববার রাত সাড়ে আটটার দিকে ঘরের সিড়ির উপরে একটি বেনামী চিঠির সূত্র ধরে লামিয়ার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্বউদ্যোগে পিবিআই মামলাটি গ্রহন করে গত ১৬ মার্চ প্রধান আসামী লামিয়ার স্বামী মোঃ তরিকুল ইসলামকে ঢাকা তার পিতার ভাড়া বাসা থেকে গ্রেফতার করে পুলিশ ব্যুারো ইনভেস্টিগেশন। তার বিচারের দাবীতে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় মানববন্ধনে প্রধান আসামী তরিকুল সহ সকল দোষীদের ফাঁসির দাবীতে বক্তব্য রাখেন, লামিয়ার আক্তারের মা রাজিয়া বেগম, খালা সাবিনা আক্তার, সরকারি বঙ্গমাতা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ঠাকুরচাঁদ মজুমদার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, জেলা পরিষদ সদস্য সুলতান মাহামুদ খান, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মন্ডল, ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম তাপষ, স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হৃদয় খান সহ সহপাঠীরা।

Post a Comment

0 Comments