শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

বিনা প্রতিদন্ধিতায় সভাপতি হলেন বি এন পি নেতা মিজানুর রহমান দুলাল

 



শফিক টুটুল  পিরোজপুর:-

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলাধীন ১নং মাটিভাঙ্গা ইউনিয়নের মাহামুদকান্দা চর মাটিভাঙ্গা ইসলামিয়া মাদ্রাসার পরিচালনা পরিষদ কমিটিতে আবারও বিনা প্রতিদন্ধিতায় সভাপতি হলেন বিএনপি নেতা এ্যাড: মিজানুর রহমান দুলাল। জানা গেছে গতকাল ঐ এলাকার সর্বস্তরের জনসাধারণ ও মাদ্রাসার হিতাকাঙ্খীদের একক সমর্থনে উপজেলা বিএনপির নব নির্বাচিত আহবায়ক আয়কর আইনজীবি এবং সাবেক আয়কর আইনজীবি সমিতির মহাসচিব এ্যাড: মিজানুর রহমান দুলাল পুনরায় নির্বাচিত হয়েছেন। স্থানীয় মাদ্রাসার প্রবীণ হিতাকাঙ্খী শাহাদাৎ শেখ (৭৫) ও সুলতান খান (৯২), সাইফুল শেখ (৬০) এবং মাদ্রাসার মোহতামিম ইমরান হোসেন এ প্রতিনিধিকে জানান, একজন ভালো মানুষ এবং দানশীল মানুষ কওমী মাদ্রাসার দায়িত্বে থাকলে কওমী মাদ্রাসা কোনদিন অবহেলিত থাকবেনা। তাই আমাদের মাদ্রাসায় দলমতের উর্ধ্বে স্থানীয় একক সমর্থনে পুনরায় পূর্বের সভাপতিকে এলাকাবসী নির্বাচিত করেছেন। মোহতামিম এ প্রতিনিধিকে আরো জানান, মাদ্রাসায় এতিমখানায় ৭০জন ছাত্র রয়েছে তার মধ্যে ২৮ জনের নামে সরকারি সমাজকল্যান দপ্তর থেকে অনুদান চালু আছে। কিরাত খানায় ১১০ ও জালালাইন সহ সকল বিভাগে সর্বমোট ২শতাধিক শিক্ষার্থী অধ্যায়ন করছে এবং ১২ জন শিক্ষক ও ০১ জন বাবুর্চি দিয়ে মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে। মাদ্রাসাটি ১৯৫৪ সালে স্থাপিত হয়ে ২০১৭ সালে মাদ্রাসার দ্বিতল ভবনটি সভাপতি ব্যক্তি টাকায় নির্মান করে দেন এবং প্রতিমাসে লক্ষাধিক টাকা মাদ্রাসার পিছনে ব্যায় করেন, তাই আমরা স্থানীয় সকল মাদ্রাসার শুভাকাঙ্খীরা দল মতের উর্ধ্বে রেখে সম্মিলিত সিদ্ধান্তে সভাপতিকে পুনরায় সভাপতির দায়িত্ব প্রদান করেছি। সভাপতি শুধু আমাদের মাদ্রাসায়ই দান করেন না, আরও অনেক মাদ্রাসা সমজিদ সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে তার অনুদান রয়েছে.

Post a Comment

0 Comments