শিরোনাম

10/recent/ticker-posts

Header Ads Widget

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন।

কাঁচামাল,ইউটিলিটিজ স্বল্পতার কারণে ১০৪ দিন উৎপাদন বন্ধ থাকার পরেও ডিএপিএফসিএল-এর উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত

 


এম বাবুল : 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রীজ  কর্পোরেশন(বিসিআইসি) একমাত্র ডিএপি সার উৎপাদনকারী প্রতিষ্ঠান  ডিএপি ফাটির্লাইজার কোম্পানি লিমিটেড  চট্টগ্রামের আনোয়ারায় কণর্ফূলী নদীর তীরে অবস্থিত। কারখানাটি ২০০৬ সালে সার উৎপাদনে যায় । কারখানার কাঁচামাল (ফসফরিক এসিড) স্বল্পতা এবং ইউটিলিটিজ (বিদ্যুৎ ও বাষ্প) স্বল্পতার কারণে ১০৪ দিন উৎপাদন বন্ধ থাকা সত্ত্বেও ডিএপিএফসিএল-এর উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

ডিএপিএফসিএল-এ ২০২১-২২ অর্থবছরে কাঁচামাল (ফসফরিক এসিড) স্বল্পতার কারণে ০২/০৭/২০২১ খ্রি. থেকে ১৮/০৯/২০২১ খ্রি. এবং ১৩/০২/২০২২ খ্রি. থেকে ০১/০৩/২০২২ খ্রি. পর্যন্ত মোট ৯৬ দিন কারখানায় উৎপাদন বন্ধ থাকে। 


ইউটিলিটিজ (বিদ্যুৎ ও বাষ্প) স্বল্পতার কারণে ০৩/১০/২০২১ খ্রি. থেকে ১০/১০/২০২১ খ্রি. পর্যন্ত মোট ০৮ দিন কারখানায় উৎপাদন বন্ধ ছিলো অর্থাৎ কাঁচামাল (ফসফরিক অ্যাসিড) ও ইউটিলিটিজ (বিদ্যুৎ ও বাষ্প) স্বল্পতার কারণে সর্বমোট ০৩ মাস ১৪ দিন (১০৪ দিন) উৎপাদন বন্ধ ছিলো। 

এতদসত্ত্বেও,  মহান আল্লাহর অশেষ রহমতে এবং বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের সময়োপযোগী ও সঠিক দিক নির্দেশনা ও কারখানায় কর্মরত সর্বস্তরের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার ঐকান্তিক প্রচেষ্টায় ২০২১-২২ অর্থবছরের নির্ধারিত ১,০০,০০০ মে. টন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে ১,০২,৩০৪ মে. টন ডিএপি সার উৎপাদন করতে সক্ষম হয়েছে।####

Post a Comment

0 Comments