প্রেস বিজ্ঞপ্তি:
রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুণরায় মালোপাড়া এসে মিছিল শেষ করেন। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সীমাহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে এই মিছিল ও সমাবেশ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন। সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, রাজশাহী মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল, সহ-সভাপতি আকতার হোসেন ও আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, নয়ন, শুভ, বাপ্পি, অভি ও সাগর।
আরো উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি ও মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী।
সভাপতিসহ নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, নিত্যপন্যের লাগামহীন মূল্য বৃদ্ধির কারনে মানুষ অসহায় পড়েছে। প্রতিদিন চাল, ডাল, তেল, মাছ ও মাংশসহ সকল পন্যের দাম বেড়ে আকাশ ছোঁয়া হয়ে গেছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন সব থেকে মহাসংকটে পড়েছে। তারা কারো নিকট চাইতে পারছে না আবার রিক্সা বা ভ্যানও চালাতেও পারছেন না। এ অবস্থায় তারা পরিবারের সদস্য নিয়ে সব থেকে বেশী বিপদে আছে বলে বক্তব্যে উল্লেখ করেন তারা। সরকারের দুর্নীতির কারনেই এই অবস্থা হয়েছে।
তারা আরো বলেন, বেগম খালেদা জিয়াকে অযাচিতভাবে এবং সম্পূর্ণ হীন রাজনৈতিকভাবে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছে এই সরকরা। জামিনে মুক্ত থাকলেও তিনি আাসলে কারাগারে রয়েছেন। কারন তাঁর ব্যক্তিগত কোন স্বাধীনতা নাই। ইচ্ছা করলেই তিনি কোথাও যেতে পারছেন না। কোন রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারছেন না।
তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নি:শর্ত মুক্তি, নিত্যপন্যের মূল্য কমানো এবং দেশে নির্বাচনের পরিবেশ তৈরী করার জন্য নির্দলীয় সরকার গঠনের দাবী জানান তারা। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবী জানানো হয় সমাবেশ থেকে। সেইসাথে সরকার পতনের আন্দোলনে শরীক হওয়ার জন্য সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান নেতৃবৃন্দ।
0 Comments